প্রকাশিত: Wed, Feb 1, 2023 4:39 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:24 PM

মানুষ এতো শক্ত হবে যে, সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না: মির্জা আব্বাস

জেরিন আহমেদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী লীগ সংবিধানের অপমান করেছে। এদেশের মানুষ প্রয়োজনে এত শক্ত হবে যে এরা আর ক্ষমতায় থাকতে পারবে না। বুধবার রাজধানীর কমলাপুরে বিএনপির চতুর্থ দিনের পূর্বঘোষিত পদযাত্রা শেষে এ কথা বলেন আব্বাস। 

মির্জা আব্বাস বলেন, মানুষ বুঝে ফেলেছে এরা আর ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির ছেড়ে দেয়া ছয় আসনের উপনির্বাচনের বিষয়ে আব্বাস বলেন, ভোট কেন্দ্রে ভোটার নাই। 

সকাল থেকে দুপুর হয়ে গেলেও কোনো ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। আওয়ামী লীগ পায়ের আওয়াজ পেয়ে গেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকামী মানুষের পায়ের আওয়াজ টের পেয়ে গেছে।

তিনি বলেন, আমরা বলিনি আমাদের মন্ত্রীত্ব দেন, বিএনপিকে গদি ছেড়ে দেন। আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি। আজকে আমাদের এই পদযাত্রা জনগণের দাবি নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যদি চিৎকার করি আওয়ামী লীগ ভয় পায়। নীরব থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। বিএনপির পদযাত্রায় আজকে যে রাস্তা প্রকম্পিত হচ্ছে, সেই কারণে তারা ভয় পেয়ে গেছে।

তিনি বলেন, হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হলো। বিদ্যুৎমন্ত্রী বললেন মাসে-মাসে সমন্বয় করা হবে। ভাবটা এরকম যেন এটা কারো একটা রাজত্ব। রাজার হুকুম মতো দেশ চলবে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুকুম মতো দেশ চলবে, কারও রাজতন্ত্রে নয়। তবে এখনতো কোনো সরকার নেই। একটা অবৈধ দানব আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দানবকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হবে।

আব্বাস বলেন, এই পদযাত্রা আওয়ামী লীগের পতন যাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব